Amar Icche Tomar Hok Lyrics by Imran Starring: Tawsif Mahbub And Safa Kabir from The Ring Bangla Short film Directed by Vicky Zahed Music composed by Amzad Hossain And Bengali Song Lyrics written by Mahi Flora.
- Short film: The Ring
- Singer: Imran Mahmudul
- Tune/Music: Amzad Hossain
- Lyrics: Mahi Flora
- Director: Vicky Zahed
- Label: Dhruba Music Station
Amar Icche Tomar Hok Lyrics
“আমি সব লন্ডভন্ড করে দেবো
মাঝ পথে দাঁড়িয়ে ট্রাফিক হয়ে
সব যান চলাচল বন্ধ করে দেবো
নৌ পথের সবটুকু জল শুষে নিয়ে
নৌ চলাচল বন্ধ করে দেবো
রাস্তা বন্যার পানিতে ভাসিয়ে দেবো
যদি, তুমি কাছে না আসো”
বুকের ভেতর আঁকা তোমার মায়া মুখ
জোছনা মাখা মেঘে তুমি সুখের সব অসুখ (x2)
জলে ডুবছে সরোবর চোখে স্বপ্ন আঁকা চোখ..
আমার ইচ্ছে তোমার হোক
আমার ইচ্ছে তোমার হোক
আমার ইচ্ছে, ইচ্ছে তোমার হোক (x2)
প্রজাপতি তোমার চোখে রঙিন কোনো ঘোর
তোমার সাথে একজীবনে সবই নতুন ভোর (x2)
জলে ডুবছে সরোবর চোখে স্বপ্ন আঁকা চোখ
জলে ডুবছে সরোবর চোখে স্বপ্ন আঁকা চোখ
আমার ইচ্ছে তোমার হোক
আমার ইচ্ছে তোমার হোক
আমার ইচ্ছে, ইচ্ছে তোমার হোক (x2)