Neel Digante Lyrics – Shreya Ghoshal – Gotro

Neel Digante Song Is Sung by Shreya Ghoshal from Gotro Bengali Movie. Neel Digonte Bengali Song Lyrics Music composed by Anindya Chattopadhyay. Directed by Nandita Roy and Shiboprosad Mukherjee. Starring: Nigel Akkara And Manali Dey.

  • Song : Neel Digante
  • Singer : Shreya Ghoshal
  • Composition : Anindya Chattopadhyay
  • Musical arrangements : Sovon Mukherjee
  • Mixed and mastered by : Abhijit Roy
  • Director : Nandita Roy & Shiboprosad Mukherjee
  • Produced by : Windows Production

Neel Digante Song Lyrics In Bengali :

কিছু স্বপ্ন, কিছু মেঘলা
কিছু বই টই ধুলো লাগা,
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে
এ বসন্ত রাত জাগা।

মম চিত্তে, পাশ ফিরতে
আজ পলাশ ফুলের কাব্য,
নিতি নৃত্যে, ফুল ছিড়তে
শুধু তোমার কথাই ভাববো।

আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল
হৃদ মাঝারে থাক।

নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।

দিগন্তে সুরের আগুন
জ্বলছে অবুঝ ফাগুন,
করছে কি ভয়-টয়,
মন হলে নয়-ছয়;
পাতা ঝরার মরসুম।

আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল,
হৃদ মাঝারে থাক।

নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।

কিছু স্বপ্ন, কিছু মেঘলা
চোখে চোখ রাখা এক রত্তি,
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে
মনে ইতিউতি তিন সত্যি।
তার সঙ্গে, বিভঙ্গে
দেখি কি হয়, ভালো মন্দে
কি মৃদঙ্গে, সে তরঙ্গে
এলো ঢেউ কুচ কুচ সন্ধ্যে।

আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল,
হৃদ মাঝারে থাক।

নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।

Previous articleNIKHOJ LYRICS – Imran Mahmudul – Apurba, Momo
Next articleAmar Icche Tomar Hok Lyrics – Imran – Tawsif, Safa Kabir
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.