Amar Kache Tumi Onnorokom Lyrics In Bangla. Song is sung by Imran Mahmudul featuring: SafaKabir.
- Song : Amar Kache Tumi Onnorokom
- Vocal & Music : Imran Mahmudul
- Lyrics: Mehedi Hasan Limon
- Tune: Nazir Mahamud
- Label: Central Music and Video [CMV]
Amar Kache Tumi Onnorokom Lyrics :
বোঝাতে পারিনা তোমায় আমি
কতটা ভালোবাসি
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।
আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।
তোমার হাসি খুশি তে সাজাই
আনমনে ইচ্ছে মতো
তুমি ছাড়া বোঝেনা কিছুই মন আমার সেতো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।
আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।
কোনো কিছুই লাগে না ভালো
এমন তোমার মতো
আমি ছাড়া বাসবে কে আর তোমায় এতো ভালো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।
আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।