Shohoj Kotha Song Is Sung by Imran Mahmudul And Oishorjo. Starring: Tawsif Mahbub And Mumtahina Toya. Music composed by Rezwan Sheikh. Shohoj Kotha Jaay Na Bola Khub Shohoje Bengali Song Lyrics written by Snahashish Ghosh.
- Song : Shohoj Kotha
- Singer : Imran Mahmudul & Oishorjo
- Lyrics & Tune : Snahashish Ghosh
- Music : Rezwan Sheikh
- Direction & Edit : Mahmud Mahin
- DOP : Mostak Morshed
Shohoj Kotha Lyrics
সহজ কথা যায় না বলা খুব সহজে,
ভালোবাসি হয়নি বলা তাই আজও যে।
দিনে রাতে কত রকম হিসেবে যে মেলাই,
ভালোবাসি এই কথাটি কি করে যে বোঝাই..
সহজ কথা যায় না বলা খুব সহজে।
ভালোবাসা ইশারায় নয়, মন টা দিয়ে ডাকে
ভালোবাসা ভাষা হয়ে, চোখে লেখা থাকে।
এই দুচোখের ভাষাটাকে কি করে যে বোঝাই,
ভালোবাসি এই কথাটি কি করে যে বোঝাই..
সহজ কথা যায় না বলা খুব সহজে।
দুটি মন না মেলে যদি, গল্পটা হবে শেষ
তাকে পাওয়ার আশায় বাঁচি,
তার থেকে এইতো বেশ।
আর কটাদিন বাঁচবো আমি মিছে শান্তনায়,
ভালোবাসি এই কথাটি কি করে যে বোঝাই..
সহজ কথা যায় না বলা খুব সহজে।