Amar Mallika Bone Song Lyrics from Bicharak Bengali Movie.starring Uttam Kumar, Arundhuti Debi, Chhabi Biswas, Pahari Sanyal. Timir Baran Bhattacharya scored the music in the film. Amar Mollika Bone Bengali Song Lyrics Written by Rabindranath Thakur. Remake Version Rabindra Sangeet is Sung by Sanam Puri And Paroma Dasgupta.
- Movie name: Bicharak
- Lyrics: Rabindranath Tagore
Amar Mallika Bone Lyrics In Bengali :
আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।
তোমারো লাগিয়া তখনি, বন্ধু
বেঁধেছিনু অঞ্জলি।
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।
তখনো কুহেলী জালে সখা,
তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা,
উঠিতেছে ছলোছলি।
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।
এখনো বনেরও গান,
বন্ধু হয় নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি।
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো–ঝরো হল,
এই বেলা তোর শেষ কথা দিস বলি।
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।
তোমারো লাগিয়া তখনি, বন্ধু
বেঁধেছিনু অঞ্জলি।
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।