Ghum Ashe Na Song Is Sung by Nachiketa Chakraborty from Samoyer Daanaay Bengali Album.
- Song : Ghum Ashe Na
- Album : Samoyer Daanaay
- Vocal, Music & Lyrics : Nachiketa Chakraborty
- Label : Saregama India Ltd
Ghum Ashe Na Song Lyrics In Bengali :
ঘুম আসে না, ঘুম আসে না।
ঘুম আসে না, ঘুম আসে না
দুনয়নে অবিরত চেনা মুখ কতশত,
ভীড় করে হয়ে যায় আয়না ..
ঘুম আসে না, ঘুম আসে না
ঘুম আসে না, ঘুম আসে না।।
নিঃঝুম এ রাত, সুদূরে প্রভাত
ভিজে চোখ গুনে যায়
ভাবনার ধারাপাত।
নিঃঝুম এ রাত, সুদূরে প্রভাত
ভিজে চোখ গুনে যায়
ভাবনার ধারাপাত।
কখনো এ পথ বেয়ে
বিভাসের সুর গেয়ে,
সূর্যের রঙ নিয়ে কেউ আসেনা।
দুনয়নে অবিরত চেনা মুখ কতশত
ভীড় করে হয়ে যায় আয়না ..
ঘুম আসে না, ঘুম আসে না
ঘুম আসে না, ঘুম আসে না।।
দিন যায় আশায়, না আশার ছলনায়
ভেবে ভেবে দিশেহারা,
মন উজানে খেয়া বায়।
দিন যায় আশায়, না আশার ছলনায়
ভেবে ভেবে দিশেহারা,
মন উজানে খেয়া বায়।
জানিনা সে ভাঙ্গা তরী
সাগরে যে দিল পাড়ি,
সাগর কি পাবে খুঁজে কেউ জানেনা।
দু’নয়নে অবিরত চেনা মুখ কতশত
ভীড় করে হয়ে যায় আয়না ..
ঘুম আসে না, ঘুম আসে না
ঘুম আসে না, ঘুম আসে না,
ঘুম আসে না, না ঘুম আসে না।।