Amar Moner Akashe Song Is Sung by Imran Mahmudul featuring: Mariya Nooni. This Song Previously Sung by Kumar Sanu from Premer Protidan Bangla Movie, Directed by Fozol Ahmed Benjir. Music Composed by Sheikh Sadi Khan And Song Lyrics In Bengali Written by Nazrul Islam Babu.
- Song : Amar Moner Akashe
- Movie Name : Premer Protidan
- Singer : Imran Mahmudul
- Previously sung by : Kumar Sanu
- Composer : Sheikh Sadi Khan
- Lyricist : Nazrul Islam Babu
- Music Re-arrangement By : Imran Mahmudul
- Director : Saikat Reza
- Label : Anupam Movie Songs
Amar Moner Akashe Song
আমার মনের আকাশে আজ
জ্বলে শুকতারা,
তোমার প্রেমের আবেশে আজ
হৃদয় দিশেহারা,
এই জীবনে কখন কবে
তুমি দেবে সাড়া,
এই জীবনে কখন কবে
তুমি দেবে সাড়া,
আমার মনের আকাশে আজ
জ্বলে শুকতারা,
তোমার প্রেমের আবেশে আজ
হৃদয় দিশেহারা।
ওগো তোমার ছবি আমার মনে
যেদিন হলো আঁকা,
সেদিন থেকে আমার আমি
নেই যেন আর একা।
ওগো তোমার ছবি আমার মনে
যেদিন হল আঁকা,
সেদিন থেকে আমার আমি
নেই যেন আর একা।
তোমার মাঝেই হারিয়ে গেছে
এ জীবনধারা,
তোমার মাঝেই হারিয়ে গেছে
এ জীবনধারা,
আমার মনের আকাশে আজ
জ্বলে শুকতারা,
তোমার প্রেমের আবেশে আজ
হৃদয় দিশেহারা।
জানি চলার পথেই তোমার সাথে
আমার হবে দেখা,
দুটি মনের মিলন যদি
হয় কপালের লেখা।
জানি চলার পথেই আমার সাথে
তোমার হবে দেখা,
দুটি মনের মিলন যদি
হয় কপালের লেখা।
তা নাহলে ব্যার্থ জীবন তোমাকে ছাড়া,
তা নাহলে ব্যার্থ জীবন তোমাকে ছাড়া,
আমার মনের আকাশে আজ
জ্বলে শুকতারা,
তোমার প্রেমের আবেশে আজ
হৃদয় দিশেহারা,
এই জীবনে কখন কবে
তুমি দেবে সাড়া,
এই জীবনে কখন কবে
তুমি দেবে সাড়া,
আমার মনের আকাশে আজ
জ্বলে শুকতারা,
আমার মনের আকাশে আজ
জ্বলে শুকতারা,
তোমার প্রেমের আবেশে আজ
হৃদয় দিশেহারা।