Amar Protichobi Lyrics by Sumon from Aurthohin Bangla Band: Presenting ‘ Amar Proticchobi ‘ Song Lyrics in Bengali from Biborton Bangla Album. This song is sung By and Lyrics written By Sumon And Music Rearranged by Taposh. Produced by Taposh and Farzana Munny from Gaan Bangla Television.
- Band Name: Aurthohin
- Album Name: Biborton
- Vocal, Lyrics & Tune: Suman
- Rearranged by: Kaushik Hossain Taposh
- Keys: Fuad Almuqtadir
- Flute: Ahsan Pappu
- Back Vocal: Angelika, Olika, Taitee & Mehedi
Amar Protichobi Lyrics In Bangla :
মুখটা তুলে আকাশটাতে
দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি
যে চিরকাল
জোছনার আলো যখন
তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই
পাশে পাশে
মনটা খারাপ করে যখন
তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায়
মজার কোন গল্প
চোখের পানি মুছে ফেলে
ভেবো একটুখন
তোমার মাথায় হাতটা বুলাই
যখন তখন
রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ
দুপুর বেলায় কবিতার
বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার
ঝাপসা হয়ে ওঠে
ভেবো আমি পাশেই আছি
তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি
গানের মত করে..
ভোরের আলোয় পাখির ডাকে
ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাঁটার সময়
আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশির কনায়
তাকিয়ে দেখ তুমি
আছে সেথায় তোমার সাথে
আমার প্রতিচ্ছবি..
রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ (x3)