Amar Sona Bondhu Re Lyrics by Imran Mahmudul from Asmani Bengali Movie. This Bangla Song Lyrics written by Mujib Pordeshi. Starring: Bappy Chowdhury And Shusmi Rahman.
- Movie: Asmani
- Singer: Imran Mahmudul
- Lyrics & Tune: Mujib Pordeshi
- Music: Pavel Arin
- Director: M Shakhawat Hossain
- Label: Laser Vision
Amar Sona Bondhu Re Lyrics
আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলারে
আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলারে
দিনে রাইতে তোমায় আমি,
দিনে রাইতে তোমায় আমি খুঁইজা মরিরে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে
ভুলিবেনা মোরে, এই জীবন গেলে
ভুলিবেনা মোরে, এই জীবন গেলে
যদি না পাই তোমারে, আমার জীবনের তরে
যদি না পাই তোমারে, আমার জীবনের তরে
সোনার জীবন অঙ্গার হইব,
সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই
ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই
পরকালে যেন বন্ধু, একবার তোমায় পাই
মরণকালে যেন বন্ধু, একবার তোমায় পাই
যদি না পাই সেকালে প্রেম যাইব বিফলে
যদি না পাই সেকালে, প্রেম যাইব বিফলে
তখন কিন্তু বলব আমি,
তখন কিন্তু বলব আমি
প্রেম কিছুই নারে .
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
আমার প্রাণের বন্ধুরে, তুমি কোথায় রইলারে