Amar Gane Bhorbela Te Song Is Sung by Shreya Ghoshal from Jabo Tepantar Bengali Album. Amar Gaane Vor Bela Te Lyrics In Bengali.
- Song Name : Amar Gane Bhorbela Te
- Singer : Shreya Ghoshal
- Album Name : Jabo Tepantar
- Music Label : Shemaroo Bengali
Amar Gane Bhorbela Te Song Lyrics In Bengali :
আমার গানে, ভোরবেলাতে
শিশির ধোয়া মাঠ,
আমার গানে, হারানো সুর
সাজায় রাজ্য পাঠ।
আমার গানে স্বপ্নেরা সব চাঁদের মাটি ঘেঁষে
সজনে ফুলের আতর মেখে দাঁড়ায় বধূর হেসে।
আমার গানে আঁধার দুচোখ যমুনারি ঘাট ও হো
ও হো..
আমার গানে, ভোরবেলাতে
শিশির ধোয়া মাঠ,
আমার গানে, হারানো সুর
সাজায় রাজ্য পাঠ।
আমার গানে তেপান্তরে রাতের ফসল ফলে
আমার গানে ঠাকুর ঘরে আলোর প্রদীপ জ্বলে।
আমার গানে সুরের সুরায় মনের আঁখিপাত ও হো
ও হো..
আমার গানে, ভোর বেলাতে
শিশির ধোয়া মাঠ,
আমার গানে, হারানো সুর
সাজায় রাজ্য পাঠ।