Ami Bristi Dekhechi Lyrics – Anjan Dutta – Purono Guitar

107

Ami Brishti Dekhechi  Song Is Sung by Anjan Dutta From Purono Guitar Bengali Album.

  • Song : Ami Brishti Dekhechi
  • Album Name : Purono Guitar (1995)
  • Singer & Music : Anjan Dutt

Ami Brishti Dekhechi Lyrics In Bengali :

আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি একেছি
আমি রোদে পুড়ে
ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখেছি।

চারটে দেয়াল মানেই নয়তো ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর।

আমি অনেক ভেঙ্গেচুরেও
আবার শুরু করেছি
আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি
আমি অনেক হেরে গিয়েও
হারটা স্বীকার করিনি
শুধু তোমায় হারাবো
আমি স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখেছি..

হারিয়ে গেছে তরতাজা সময়
হারিয়ে যেতে করেনি আমার ভয়
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর।

আমি অনেক স্রোতে বয়ে গিয়ে
অনেক ঠকেছি
আমি আগুন থেকে ঠেকে শিখে
অনেক পুড়েছি।
আমি অনেক কষ্টে অনেক কিছুই
দিতে শিখেছি
শুধু তোমায় বিদায় দিতে হবে
স্বপ্নেও ভাবিনি।

Previous articleAaro Sheet Lyrics – Anupam Roy – Dwitiyo Purush
Next articleEkta Siri Bhangar Anko Lyrics – Anupam Roy – Mando Basar Galpo