Aaro Sheet Song is Sung by Anupam Roy from Dwitiyo Purush Bengali Album. Aro Sheet Song Music composed by Anupam Roy and Ami Kata Tare Sukhi Lyrics In Bengali written by Anupam Roy.
- Song Name : Aro Sheet
- Album : Dwitiyo Purush (2013)
- Singer, Lyricist & Music Composer : Anupam Roy
- Music Produced by : The Anupam Roy Band
- Music on : SVF Music
Aaro Sheet Song Lyrics In Bengali :
আরো শীত চুয়ে পড়ুক গাছের পাতার তলায়
আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়,
আরো শীত বাক্স বন্দি কিছু ইচ্ছে আছে
আরো শীত লেপ তোষকমোড়া আমার কাছে।
রোদ বুনেছে উলের নেশায় রেলিং পাহারায়
খয়েরি বিপ্লব জেগে আছে পথের চেহারায়।
আমি কাঁটাতারেই সুখি
এই কুয়াশাতে উঁকি দিয়ে,
রাজি মিথ্যে নিতে।
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
আরও শীত বয়ে বেড়াক কমলালেবুর ঝুড়ি;
আরও শীত চিনে ফেলুক দিনের আলোর চুরি
আরও শীত জ্বালাক আগুন এই ফুটপাথের রাত
আরও শীত মনে পড়াক, পুরনো আঘাত।
অবাধ যত্নে সামলে চলা
ফুরিয়ে যাবার ভয়,
ভাবলি কেনো দুঃখ পাবো?
দুঃখ আমার নয়
আমি কাঁটাতারেই সুখি
এই কুয়াশাতে উঁকি দিয়ে,
রাজি মিথ্যে নিতে।
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
আরও শীত..