Ekta Siri Bhangar Anko Song Is Sung by Anupam Roy from Mando Basar Galpo Bengali Movie. Starring: Parambrata Chatterjee, Indrashish, Kaushik Sen, Paoli Dam And Dolly Basu. Music Composed by Ashok Bhadra And Ekta Siri Vangar Onko Lyrics In Bengali Written by Prosen.
- Song : Ekta Siri Bhangar Anko
- Movie name : Mondo Basar Golpo
- Singer : Anupam Roy
- Music : Ashok Bhadra
- Lyricist : Prasen
- Directed by : Tathagata Banerjee
- Music Label : Amara Muzik
Ekta Siri Bhangar Anko Song Lyrics In Bengali :
একটা সিড়ি ভাঙ্গার অংক
খেলতে খেলতে নামছি দু’জন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে,
যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে।
তবুও তুমিও, আজ ঘুমিও
দেখা না দিও পিছুর টানে,
গানেরা চলবে, তারারা জ্বলবে
রাতেরা ঢলবে, তোমার নামে।
একটা সিড়ি ভাঙ্গার অংক
খেলতে খেলতে নামছি দুজন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে,
যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে।।
হয়ত তুমি, হয়ত আমি
লিখছি রোজের চুপকাহিনী
সামলে রাখছি সকল দাবি-দাওয়া,
হয়ত বোবা বুকপকেটে
বৃষ্টি ভিজছে একলা চিঠি
থাকার বলতে সেটুকুই থেকে যাওয়া।
তবুও তুমিও, আজ ঘুমিও
দেখা না দিও পিছুর টানে,
গানেরা চলবে, তারারা জ্বলবে
রাতেরা ঢলবে, তোমার নামে।
একটা সিড়ি ভাঙার অংক
খেলতে খেলতে নামছি দুজন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে,
ও হো হো যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে।।
হয়ত বুঝতে পারছি না আর
ক্ষতির হিসেব কার কতটা
থাকছে জমে বেকার পলিথিনে,
হয়ত আমার জন্মদিনে
কিনবে তুমি একটা জামা
খয়রি হবে সেটাও দিনে দিনে।
তবুও তুমিও, আজ ঘুমিও
দেখা না দিও পিছুর টানে,
গানেরা চলবে, তারারা জ্বলবে
রাতেরা ঢলবে, তোমার নামে।
একটা সিড়ি ভাঙ্গার অঙ্ক
খেলতে খেলতে নামছি দুজন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে,
ও হো হো যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে।।