Ami Shudhu Roinu Baki Lyrics: This Rabindra Sangeet Sung by Sandeep Sarkar from bangla Band Taarkata Aami Sudhu Roinu Baki Song Lyrics written by Rabindranath Tagore.
- Band Name: Taarkata
- Vocals: Sandeep Sarkar
- Lyrics: Rabindranath Thakur
- Back Vocals: Hriti Tikara
- Guitar: Arunansu Bagchi & Anirban Dey
- Bass: Avijit Mandal
- Percussion: Rupam Mondal
- Drums: Sourav Saha
- PR Manager: Dipanwita Bose
- Photography: Saikat Das
Ami Shudhu Roinu Baki Lyrics In Bangla :
আমি শুধু রইনু বাকি
আমি শুধু রইনু বাকি
যা ছিল তা গেল চলে
রইল যা তা কেবল ফাঁকি (x2)
আমি শুধু রইনু বাকি
আমি শুধু রইনু বাকি
আমার বলে ছিল যারা
আর তো তারা দেয় না সাড়া (x2)
কোথায় তারা, কোথায় তারা
কেঁদে কেঁদে কারে ডাকি
কোথায় তারা, কোথায় তারা
কেঁদে কেঁদে কারে ডাকি
আমি শুধু রইনু বাকি
আমি শুধু রইনু বাকি
যা ছিল তা গেল চলে
রইল যা তা কেবল ফাঁকি
আমি শুধু রইনু বাকি
আমি শুধু রইনু বাকি
বল দেখি মা শুধাই তোরে
আমার কিছু রাখলি নে রে (x2)
আমি কেবল আমায় নিয়ে
কোন প্রাণেতে বেঁচে থাকি
আমি কেবল আমায় নিয়ে
কোন প্রাণেতে বেঁচে থাকি
আমি শুধু রইনু বাকি
আমি শুধু রইনু বাকি
যা ছিল তা গেল চলে
রইল যা তা কেবল ফাঁকি
আমি শুধু রইনু বাকি
আমি শুধু রইনু বাকি