Jodi Jantem Lyrics Rabindra Sangeet Bangla Song Is Sung by Kamalika Chakraborty This song is sung by Chinmoy Chattopadhyay, Jayati Chakraborty, Babul Supriyo, Subhamita Banerjee, Anindya Bose (from Sahar bangla Band) And Many Verious Artists.
- Singer: Kamalika Chakraborty
- Lyric & Tune: Rabindranath Tagore
- Music: Malay Das
- Cast: Sporshia & Sabbir Linkon
- Directed by: Raj Chinmoyee
- DOP: Raju Raj
- Edit: Ismail Hossain
- Label: Gaanchill Music
Jodi Jantem Lyrics In Bangla :
যদি জানতেম, আমার কিসেরও ব্যথা
তোমায় জানাতাম, যদি জানতেম
কে যে আমায় কাঁদায়
কে যে আমায় কাঁদায়
আমি কী জানি তার নাম..
যদি জানতেম আমার কিসেরও ব্যথা,
তোমায় জানাতাম, যদি জানতেম
কোথায় যে হাত বাড়াই মিছে
ফিরি আমি কাহার পিছে (x2)
সব যেন মোর বিকিয়েছে,
পাই নি তাহার দাম..
যদি জানতেম আমার কিসেরও ব্যথা,
তোমায় জানাতাম, যদি জানতেম
এই বেদনার ধন সে কোথায়
ভাবি জনম ধরে
ভুবন ভরে আছে যেন
পাই নে জীবন ভরে (x2)
সুখ যারে কয় সকল জনে
বাজাই তারে ক্ষণে ক্ষণে (x2)
গভীর সুরে চাই নে, চাই নে
গভীর সুরে চাই নে, চাই নে,
বাজে অবিশ্রাম..
যদি জানতেম আমার কিসেরও ব্যথা,
তোমায় জানাতাম, যদি জানতেম
কে যে আমায় কাঁদায়
কে যে আমায় কাঁদায়
আমি কী জানি তার নাম..
যদি জানতেম আমার কিসেরও ব্যথা,
তোমায় জানাতাম, যদি জানতেম