Ami Thakbona Lyrics-Mahtim Shakib- Bangla Song

142
Ami Thakbona Lyrics

Ami Thakbona Song Is Sung by Mahtim Shakib Bangla Song from The End Bengali Drama. Starring: Afran Nisho And Tanjin Tisha. Music composed by Amzad Hossain And Ami Thakbo Na Bengali Song Lyrics written by Mahi Flora.

  • Song : Ami Thakbona
  • Drama : The End
  • Singer : Mahtim Shakib
  • Tune & Music : Amzad Hossain
  • Lyrics : Mahi Flora
  • Director : Kajal Arefin Ome
  • Story : Masud Ul Hasan
  • DOP : Raju Raj
  • Label : Dhruba Music Station

Ami Thakbona Song Lyrics In Bengali :

এই পৃথিবীর মায়ায় ছুঁয়ে থাকা রোদ্দুর,
এমন আপন করে তোমাকে পাবো না।

দৃষ্টির সীমানায় পেরিয়ে বহুদূর,
জানি আমার আর ফেরা হবে না।

কোথাও থাকবো না হয়তো জীবন এটাই
ফিরে আসবো না ঘুড়ি শূণ্য লাটাই।
কোথাও থাকবো না, আমি থাকবো না।

এ কেমন আয়োজন জীবন জটিল ধাঁধায়,
তোমার কান্না মুখ বাঁচতে পারেনি আমায়।

ঝাপসা প্রহর, কিছু অন্য ভোর
ভোর দেখবো না হয়তো জীবন এটাই।
তুমি কেঁদোনা ঘুড়ি শূণ্য লাটাই।
তুমি কেঁদোনা, আমি থাকবো না।

তোমাকে পাবোনা, তুমি না পাওয়া আপন
সাগরে মাতাল ঢেউ জোছনা যাপন।

হাতে রাখা হাত, কিছু অলীক রাত
জোছনা দেখবোনা হয়তো জীবন এটাই।
আমায় ডেকোনা ঘুড়ি শূণ্য লাটাই।

কোথাও থাকবো না, হয়তো জীবন এটাই
ফিরে আসবো না ঘুড়ি শূণ্য লাটাই।
কোথাও থাকবো না, আমি থাকবো না।

Previous articleMukti Dao Lyrics- Sonu Nigam- Kacher Manush
Next articleBasibo Valo Shudhu Tomare Lyrics-Imran Mahmudul-Kona