Basibo Valo Shudhu Tomare Song Is Sung by Imran Mahmudul And Kona from Ural Pakhi Bangla Natok Song. Starring Tawsif Mahbub And Keya Payel. Music Composed by Sojib. Basibo Valo Shudhu Tomare Lyrics In Bengali Written by Ahmed Risvy. Ural Pakhi Bengali Drama Directed by Jakaria Showkhin.
- Song : Basibo Valo Shudhu Tomare
- Drama : Ural Pakhi
- Singer : Imran Mahmudul & Kona
- Lyrics : Ahmed Risvy
- Tune : Najir Mahamud
- Music : Sojib
- Director : Jakaria Showkhin
- Producer : Tanvir Mahmood Apu
- Label : Sultan Entertainment
Basibo Valo Shudhu Tomare Song Lyrics In Bengali :
সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে,
সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে,
সখি তোমারে রাখিব খুব আদরে
হো.. সখি তোমারে রাখিব খুব আদরে।
সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে।।
কি জাদু করেছো, কি মায়া করেছো
পারিনা তোমারে ভুলিতে,
চোখেরই কাজলে, সুখেরই আঁচলে
রয়েছো মিশে তুমি প্রাণেতে।
জনমে জনমে তোমারে গো চাই
মরণেও পাই যেন ওপারে ..
সখি তোমারে বাঁধিবো, তোমারই থাকিবো
বাসিবো ভালো শুধু তোমারে।।
ডুবিলে ডুবিবো, ভাসিলে ভাসিবো
তোমারই দু হাত ধরিয়া,
মরিলে মরিবো, বাঁচিলে বাঁচিবো
কখনো যাবো না ছাড়িয়া।
জনমে জনমে তোমারে গো চাই
মরণেও পাই যেন ওপারে ..
সখা তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে,
সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে,
বাসিব ভালো শুধু তোমারে,
বাসিব ভালো শুধু তোমারে।।