Ami To Sukhei Achi Song Is Sung by Subhamita Banerjee Bangla Song. Starring: Fahim Chowdhury And Anjali. Music Composed by Sheikh Sadi Khan And Ami To Sukhe Achi Lyrics Written by Darpan Kabir.
- Song : Ami To Sukhei Achhi
- Singer : Subhamita Banerjee
- Lyrics : Darpan Kabir
- Tune : Sa Samim
- Music : Sheikh Sadi Khan
- Label : Agniveena
Ami To Sukhei Achi Song Lyrics In Bengali :
অমি তো সুখেই আছি
যখন তুমি জানবে,
তোমারই হলো পরাজয়, ভেবে
তুমি কি দুঃখ পাবে?
অমি তো সুখেই আছি।
তুমিতো চেয়েছিলে আমাকে কাঁদাবে
দু’চোখে আমার অশ্রু ঝরাবে,
আমায় তুমি আঘাত দিতে,
আমায় তুমি আঘাত দিতে,
চেয়েছো যতবার,
আমি নীরবে সয়েছি।
প্রশ্ন করে দেখো নিজেরই কাছে
প্রেম ছাড়া জীবনের মূল্য কি আছে।
যে শুধু মরীচিকার পিছনেই ছুটে,
যে শুধু মরীচিকার পিছনেই ছোটে,
তার কি ভাগ্যে বলো
ভালোবাসা কখনো জোটে?
অমি তো সুখেই আছি
যখন তুমি জানবে,
তোমারই হলো পরাজয়, ভেবে
তুমি কি দুঃখ পাবে?
অমি তো সুখেই আছি।