- Vocal, Music & Lyrics : Nachiketa Chakraborty
- Song : Anirban Version 2
Anirban 2 Lyrics In Bengali :
সেই ফেলে আসা,
মেঠো পথের বাঁকে দু পায়ে ধুলো
আজো দাড়িয়ে সে ভাবছে কি হলো
তবে কি মিছে ছিলো সেই দিনগুলো
সেই শেকল ভাঙ্গার গান।
শোন, তবে আজ,
ছুড়ে ফেলেছি মণি–মুক্তার সাজ
সাতটা সাগর বুকে তুলছে আওয়াজ
নেমেছি পথে দু চোখেতে সন্ধান
আমি আসছি অনির্বাণ..
আমি আসছি অনির্বাণ..
সেই প্রশ্নের দিতে জবাব। ও হো..
সুখ আছে তোর চেখে, তোর বুকে,
আমার গান, লা লালা..
ফের যাবো তোর সাথে, রোদ্দুর নিয়ে হাতে
যেখানে একা একা ছিলো তোর পথ চলা।
রোদ বৃষ্টি মাখা, মানুষে মানুষে ঢাকা
অন্তরে প্রান্তরে কথা বলা। (x2)
পায়ে পায়ে হেঁটে যাবো,
মানুষেতে মিশে যাবো,
তখনই মুক্ত হবে আমার গান।
সেই ফেলে আসা,
মেঠো পথের বাঁকে দু পায়ে ধুলো
আজো দাড়িয়ে সে ভাবছে কি হলো
তবে কি মিছে ছিলো সেই দিনগুলো
সেই শেকল ভাঙার গান।
শোন, তবে আজ,
ছুড়ে ফেলেছি মণি–মুক্তার সাজ
সাতটা সাগর বুকে তুলছে আওয়াজ
নেমেছি পথে দু চোখেতে সন্ধান
আমি আসছি অনির্বাণ..
আমি আসছি অনির্বাণ..
সেই প্রশ্নের দিতে জবাব। ও হো..
সুখ আছে তোর চেখে, তোর বুকে,
আমার গান, লা লা লা..