ANIRBAN 2 Lyrics – Nachiketa Chakraborty

108
  • Vocal, Music & Lyrics : Nachiketa Chakraborty
  • Song : Anirban Version 2 

Anirban 2 Lyrics In Bengali :

সেই ফেলে আসা,

মেঠো পথের বাঁকে দু পায়ে ধুলো

আজো দাড়িয়ে সে ভাবছে কি হলো

তবে কি মিছে ছিলো সেই দিনগুলো

সেই শেকল ভাঙ্গার গান

শোনতবে আজ,

ছুড়ে ফেলেছি মণিমুক্তার সাজ

সাতটা সাগর বুকে তুলছে আওয়াজ

নেমেছি পথে দু চোখেতে সন্ধান

আমি আসছি অনির্বাণ..

আমি আসছি অনির্বাণ..

সেই প্রশ্নের দিতে জবাব  হো..

সুখ আছে তোর চেখেতোর বুকে,

আমার গানলা লালা..

ফের যাবো তোর সাথেরোদ্দুর নিয়ে হাতে

যেখানে একা একা ছিলো তোর পথ চলা

রোদ বৃষ্টি মাখামানুষে মানুষে ঢাকা

অন্তরে প্রান্তরে কথা বলা (x2)

পায়ে পায়ে হেঁটে যাবো,

মানুষেতে মিশে যাবো,

তখনই মুক্ত হবে আমার গান

সেই ফেলে আসা,

মেঠো পথের বাঁকে দু পায়ে ধুলো

আজো দাড়িয়ে সে ভাবছে কি হলো

তবে কি মিছে ছিলো সেই দিনগুলো

সেই শেকল ভাঙার গান

শোনতবে আজ,

ছুড়ে ফেলেছি মণিমুক্তার সাজ

সাতটা সাগর বুকে তুলছে আওয়াজ

নেমেছি পথে দু চোখেতে সন্ধান

আমি আসছি অনির্বাণ..

আমি আসছি অনির্বাণ..

সেই প্রশ্নের দিতে জবাব  হো..

সুখ আছে তোর চেখেতোর বুকে,
আমার গানলা লা লা..

Previous articleTomare Koriyachi Jiboner Dhrubotara Lyrics – Kadambori
Next articleAmi To Sukhei Achi Lyrics – Subhamita Banerjee