Apon Mone hoy lyrics-(আপন মনে হয়) Bangla Popular New Song Imran Mahmudul, Shongkot, Tawsif Mahbub, Sarika Sabah |Bangla Video Song 2020. Snahashish Ghosh has created the lyrics and tune. Music by Ayon Chaklader. The track is starring Tawsif Mahbub, Saila Sabi, Sarika Sadah.
Apon Mone hoy lyrics by Imran Mahmudul :
- Song – Apon Mone hoy| আপন মনে হয়
- Singer – Imran
- Lyric & Tune – Snahashish Ghosh
- Music – Ayon Chaklader
- Drama Name – Shongkot – সংকট – The Crisis.
- Major Cast –Tawsif Mahbub, Saila Sabi, Sarika Sabh.
- Script & Screenplay – Snahashish Ghosh.
- Direction – Aalok Hasan.
- Cinematography – Bikash Saha.
- Edit – Khurshid Alam
- Genre – Drama Song ( Natoker Gaan )
- Label – Laser Vision
Apon Mone hoy lyrics in Bangla :
খুব বেশি নয় এই পরিচয়
তবুও তোমায় অনেক আপন মনে হয় ।
যদি দূরে থাকো সরে
বুকের ভেতর কেমন কেমন জানি হয় ।
তুমি ছাড়া আমি নিঃস্ব একদমই
ছেড়ো না এদুহাত কখনও তুমি…
খুব বেশি নয় এই পরিচয়
তবুও তোমায় অনেক আপন মনে হয় ।
হয়নি বলা কখনো তুমি কতটা প্রিয়
চোখটা দেখে মনটা ছুঁয়ে তুমিতো বুঝে নিও ।
তুমি ছাড়া আমি নিঃস্ব একদমই
ছেড়ো না এদুহাত কখনও তুমি…
খুব বেশি নয় এই পরিচয়
তবুও তোমায় অনেক আপন মনে হয় ।
কতকিছু ভাবে মন, ভয়ে থাকি সারাক্ষণ
ওযদি তোমায় আমি হারাই
বাঁচবো কি নিয়ে তখন ।
তুমি ছাড়া আমি নিঃস্ব একদমই
ছেড়ো না এদুহাত কখনও তুমি…
খুব বেশি নয় এই পরিচয়
তবুও তোমায় অনেক আপন মনে হয় ।