Ore Nutan Juger Bhore Rabindra Sangeet is Sung by Arijit Singh. Sarod played by Soumik Datta. Song Lyrics In Bengali Written by Rabindranath Thakur. Previously This Song Is Sung by Hemanta Mukherjee, Swagatalakshmi Dasgupta And Many Various Artists In Their Own Way.
Ore Nutan Juger Bhore Lyrics Info:
- Song : Ore Nutan Juger Bhore
- Written and Composed by : Rabindranath Tagore
- Sung by : Arijit Singh
- Sarod played by : Soumik Datta
- Acoustic Guitar played by : Arijit Singh
- Khamak played by : Prasenjit Jana
- Mixed and Mastered by : Sunny M.R.
- Label : Oriyon Music By Arijit Singh
Ore Nutan Juger Bhore Song Lyrics In Bengali :
ওরে, নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে বৃথা
সময় বিচার করে,
ওরে নূতন যুগের ভোরে।
কী রবে আর কী রবে না
কী হবে আর কী হবে না
ওরে হিসাবি,
এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি?
ওরে, নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে বৃথা,
সময় বিচার করে।
যেমন করে ঝর্না নামে
দুর্গম পর্বতে,
নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড়
অজানিতের পথে।
জাগবে ততই শক্তি যতই
হানবে তোরে মানা,
অজানাকে বশ করে তুই
করবি আপন জানা।
চলায় চলায় বাজবে জয়ের ভেরী
পায়ের বেগেই পথ কেটে যায়,
করিস নে আর দেরি।
ওরে, নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে বৃথা
সময় বিচার করে,
ওরে, নূতন যুগের ভোরে।