Production By:
- Tune & Vocal: Mehedi Hassan Shakil
- Lyrics: Hadiul Islam
- Music arrangement, Mix & Master: Salman Jaim
- Director & DOP: Hasan Mahmud
- Assistant Director: Mohammad Naim
Band members:
- Vocal & Acoustic Guitar: Mehedi Hassan Shakil
- Electric Guitar & Sitar: Jony Hasan
- Bass Guitar: Ashraful Emon
- Drums: Saif Shanto
- Violin: Abbasi Hamim
ARTONAD Song Bangla Lyrics
তোমার বিবেক সম্পর্কে অবগত হয়েছি
যখন বুঝতে পেরেছি তুমি নিষ্ঠুরতায়।
আমার বিকৃত মস্তিষ্কের কষ্ট ফুরিয়েছে সেদিন
যেদিন হতে দূরে সরিয়ে দিয়েছো আমায় অনুভূতি থেকে।
তাই কান্নাকে আপন
করতে শিখেছি
তুমি ভালো থাকবে সে প্রত্যাশায়
আমি ক্লান্ত হয়েছি নিজেকে নষ্টের খেলায়
তুমি ভাবছো ভুল আমায়
তাতে আমার কি আসে যায়
আমি ক্লান্ত হয়েছি নিজেকে ধ্বংসের খেলায়
তুমি ভাবছো ভুল আমায়
তাতে আমার কি আসে যায়
তাতে আমার কি আসে যায়
তোমার রাজা ঘুরে পাগল বেশে
ছন্নছাড়া হয়ে দেশে দেশে
তোমার রাজা ঘুরে পাগল বেশে
ছন্নছাড়া হয়ে দেশে দেশে
তুমি এখন ব্যস্ত আছো অন্য রাজার সংসার গোছাতে।
নিজেকে বিক্রি করব বলে চিৎকার করেছি।
সস্তা আমার ভালোবাসা তাই ক্রয় করনি।
নিজেকে বিক্রি করব বলে চিৎকার করেছি।
সস্তা আমার ভালোবাসা তাই ক্রয় করনি।
জোড়া খানেক অন্ধ চোখ দেখেছিলো তোমায়।
অন্ধ চোখের সেই ভুল আজও ভোগায় আমায়….
আমি ক্লান্ত হয়েছি নিজেকে নষ্টের খেলায়
তুমি ভাবছো ভুল আমায় তাতে আমার কি আসে যায়।
আমি ক্লান্ত হয়েছি নিজেকে নষ্টের খেলায়
তুমি ভাবছো ভুল আমায় তাতে আমার কি আসে যায়
তাতে আমার কি আসে যায়।
সইতে না পেরেও চিৎকার করিনি, আর্তনাদ শোনেনি কেউ।
ঠিক যেভাবে বুঝেছিলে ভুল,সেভাবেই যেও ভুলে।