- Song: Oporadh
- Singer: Noble Man
- Cast: Abu Hurayra Tanvir and Keya Al Jannah
- Lyric & Tune: Tarun Munshi
- Music: Salman Jaim
Oporadh Lyrics In Bangla:
তুমিও তো পারতে আমারি মতোন
ভালোবেসে মরতে প্রতি নিয়ত
বুঝতে আমি কেমন করে পুরে পুরে হয়ে গেছি ছাই
প্রেমের চিঠি চলে গেছে কেনো ভুল ঠিকানায়।
একাকী রাত একাকী আমি নিরবে
শুয়েছি কি যে জ্বালা তোমাকে ভালোবাসার অপরাধে।
রোজ দুপুরে একলা ঘরে কিসের হাহাকার
রাত্রিগুলো কাকে খোঁজে ছবি আঁকে কার
অলস সময় আর কাটে না কোন সে অভিযোগে
সুখ পাখিটা তোমার কেন দুঃখ আমার ভাগে
বুঝতে আমি কেমন করে পুরে পুরে হয়ে গেছি ছাই
প্রেমের চিঠি চলে গেছে কেনো ভুল ঠিকানায়
একাকী রাত একাকী আমি নিরবে
শুয়েছি কি যে জ্বালা তোমাকে ভালোবাসার অপরাধে।
তুমিও তো পারতে আমারি মতোন
ভালোবেসে মরতে প্রতি নিয়ত
বুঝতে আমি কেমন করে পুরে পুরে হয়ে গেছি ছাই
প্রেমের চিঠি চলে গেছে কেনো ভুল ঠিকানায়
একাকী রাত একাকী আমি নিরবে
শুয়েছি কি যে জ্বালা তোমাকে ভালোবাসার অপরাধে।