HRIDOYER RONG LYRICS – Ghare And Baire – Lagnajita Chakraborty

183
HRIDOYER RONG LYRICS

Hridoyer Rong Song Is Sung by Lagnajita Chakraborty from Ghare And Baire Movie. Music Composed by Anupam Roy. Starring: Jisshu Sengupta and Koel Mallick. Ghore & Baire Bengali Movie Directed by Mainak Bhaumik. Ora Hridoyer Rong Jane Na Song Lyrics written by Anupam Roy.

  • Movie: Ghare And Baire
  • Singer: Lagnajita Chakraborty
  • Music & Lyrics: Anupam Roy 
  • Director: Mainak Bhaumik
  • Star Cast: Jisshu Sengupta & Koel Mallick
  • Guitar: Rishabh Ray
  • Tabla and Dhol by: Joy Nandi
  • Arranged & Programmed by: Kuntal De
  • Presenter: Nispal Singh
  • Music Label: Surinder Films

Hridoyer Rong Lyrics In Bangla :

ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না,
প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে
কেন সারারাত জেগে
বাড়ি ফিরি ভোরে?
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না।

তুমি চিরদিন, ভিষণ কঠিন
তোমার ঘর ভেসে যায়,
ওরা মুখ দেখে বুঝতে পারে না (x2)

ওরা এ মন কেমন বোঝে না
ওরা আসল কারণ খোঁজে না।

তুমি চিরকাল স্বপ্নে মাতাল
হেঁটে সারাজীবন ধরে,
ঝড় বৃষ্টি মাথায় করে (x2)

ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না,
প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে
কেন সারারাত জেগে
বাড়ি ফিরি ভোরে?
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না।

Previous articleTakey Olpo Kachhe Dakchhi Lyrics – Mahtim Shakib – Prem Tame
Next articleARTONAD Song Lyrics