Baba Song Is Sung by Imran Mahmudul from Upohar Bangla Natok. Starring: Afran Nisho And Mehazabien Chowdhury. Music Composed by Marcell. Baba Sadharon Hoyeo Tumi Osadhan Lyrics In Bengali Written by Shomeshwar Oli.
- Song : Baba
- Drama : Upohar
- Singer : Imran Mahmudul
- Tune & Music : Marcell
- Lyrics : Shomeshwar Oli
- Story, Script & Direction : Mizanur Rahman Aryan
- DOP : Kamrul Islam Shubho
- Label : Central Music and Video [CMV]
Baba Song Lyrics
না বুঝে দিয়েছি তোমায় কত যে ব্যেথা
বলো তুমি ছাড়া আর কি কেউ সইবে তা।
তোমায় কিছুই পারিনি দিতে
শিখেছি শুধুই নিতে,
চাওয়া পাওয়ার পৃথিবীতে
তুমি তো স্বার্থের বিপরীতে।
বলো তুমি ছাড়া আর কি কেউ সইবে তা।
তোমায় কিছুই পারিনি দিতে
শিখেছি শুধুই নিতে,
চাওয়া পাওয়ার পৃথিবীতে
তুমি তো স্বার্থের বিপরীতে।
আমি বুঝিনি, আমি খুঁজিনি
তোমার সাদা মন, ও বাবা ..
সধারণ হয়েও তুমি অসাধারণ,
বাবা, সধারণ হয়েও তুমি অসাধারণ।
তুমি আমায় হাতে কলমে
কত কি শেখালে,
চেনা জগতের বাইরে
কত কি দেখালে,
আজ সবকিছু জানি
তোমার চোখে পানি,
ভাবনি তোমার বুকের ধন
হবে তোমার দুঃখের কারণ।
সধারণ হয়েও তুমি অসাধারণ,
বাবা, সধারণ হয়েও তুমি অসাধারণ।