Kolizar Adkhan Lyrics Is a Bangla Kolizar Adkhan Drama Song. This Song Is Sung By Imran and Kona. Tune and Music Composed by Marcell. This Song lyric was Created By Mehedi Hasan Limon.
- Song Details
- Song: Kolizar Adkhan
- Drama: Kolizar Adhkhan
- Cast: Musfiq R. Farhan & Tanjin Tisha.
- Singer: Imran & Kona
- Lyric: Mehedi Hasan Limon
- Tune & Music: Marcell
- Label: CMV
Kolizar Adkhan Song Lyrics in Bengali
হো.. হো.. হো.. হো.. হো.. হো..
চোখের ভেতর তোমার নেশা
মনে আছে টান
তুমি আমার এমনি বন্ধু
কলিজার আদখান,
তুমি আমার এমনি বন্ধু
কলিজার আদখান।
মোহনাতে মিলে নদী
পাই যেমনি প্রাণ
তুমি আমার এমনি বন্ধু
কলিজার আদখান,
তুমি আমার এমনি বন্ধু
কলিজার আদখান।
দ্বারে রে..দ্বা রে রে..
দ্বারে রে..দ্বা রে রে..
শিশির ভেজা শিউলি ফুল
রাখবো গুঁজে চুলে
ছোবো তোমায় পাশে বসে
নানান ছুতো ছলে,
শিশির ভেজা শিউলি ফুল
রাখবো গুঁজে চুলে
ছোবো তোমায় পাশে বসে
নানান ছুতো ছলে।
তোমার জন্য দিবানিশি
মন করে আনচান
তুমি আমার এমনি বন্ধু
কলিজার আদখান,
তুমি আমার এমনি বন্ধু
কলিজার আদখান।
সারা নিশি তোমার স্বপন
চোখেরি ভেতরে
বুকের মাঝে রাখছি তোমায়
আদোরে আদোরে,
সারা নিশি তোমার স্বপন
চোখেরি ভেতরে
বুকের মাঝে রাখছি তোমায়
আদোরে আদোরে,
তোমার জন্য দিবানিশি
মন করে আনচান
তুমি আমার এমনি বন্ধু
কলিজার আদখান,
তুমি আমার এমনি বন্ধু
কলিজার আদখান।