Thakile Doba Khana Lyrics | The Folk Diaryz

THAKILE DOBA KHANA Song Is Sung by ARKADEEP MISHRA from THE FOLK DIARYZ Bengali Band. THAKILE DOBA KHANA Lyrics Written By GURUDAS PAL.

Thakile Doba khana ( থাকিলে ডোবাখানা ) Lyrics –THE FOLK DIARYZ :

  • SONG NAME : THAKILE DOBA KHANA | SOBHAB TO KOKHONO JABE NA
  • LYRICIST : GURUDAS PAL
  • SINGER : ARKADEEP MISHRA
  • REARRANGE BY : THE FOLK DIARYZ

THAKILE DOBA KHANA Lyrics – The Folk Diaryz In Bengali:

থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না!
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না!
জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়,
আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়
আরে জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়,
আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়
আর ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়
আর ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়
হাতে না ধরিলে বস্তু কাটে উইপোকায়।
পাতিকাক পুষে ঘরে,
যতই পড়াও না তারে পাতিকাক পুষে ঘরে, যতই পড়াও না তারে
সে শুধুই কা কা করে, সে শুধুই কা কা করে,
কৃষ্ণ বলে না স্বভাব তো কখনও যাবে না
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না!
সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল
আর ছেলে-ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল
আরে সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল
আর ছেলে-ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল
আর বিড়ালেরই স্বভাব যেমন হাঁড়ির পানে চায়
আর বিড়ালেরই স্বভাব যেমন হাঁড়ির পানে চায়
কখন শিঁকে পড়বে ছিঁড়ে তারই লালসায়।
বুনো ওল খেলে পরে গলাটা কুট কুট করে
বুনো ওল খেলে পরে গলাটা কুট কুট করে
যেমন সিঁধেল চোরে ধরা পড়ে,
যেমন সিঁধেল চোরে ধরা পড়ে কবুল করে না
স্বভাব তো কখনো যাবে না!
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না!
Previous articleAr Ami Lyrics | Level Five Band
Next articleBarale Haat Bondhu Sobai Hoina Lyrics | Ayub Bachchu
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.