Beche Theke Labh Ki Bol Lyrics From Rangbaaz Bengali Movie. This Song is Sung By Arijit Singh. Music Composed By Jeet Ganguly. Featuring By Dev And Koel Mallick.
- Movie – Rangbaaz
- Song Name – Beche Theke Lav Ki Bol (বেঁচে থেকে লাভ কি বল)
- Singer – Arijit Singh
- Music Composer – Jeet Gannguli
- Lyrics – Prasen
- Choreographer – Baba Yadav
- Director – Raja Chanda
- Producer – Surinder Films Pvt. Ltd
Beche Theke Labh Ki Bol Lyrics In Bengali:
বেঁচে থেকে লাভ কি বল,
তোকে ছাড়া আর
খুঁজেছে জবাব অচল মন কোথা কার।
জানি স্বপ্ন তার পাতায় কত কি,
কত যত্নে দেখেছি আর লিখেছি।
যা চলে তুই, ও.. সব ভুলে তুই,
যা চলে তুই, ও.. সব ভুলে তুই।
বেঁচে থেকে লাভ কি বল,
তোকে ছাড়া আর
খুঁজেছে জবাব অচল
মন কোথাকার ও ও ..
কেন হয় এমন, মনে নেই তো মন
হাওয়া বড়ই বে–রঙিন।
নারে না নয় সহজ, পাওয়া তোর মতন
আর কাউকেও কোনোদিন।
হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম;
চোখে শুকিয়ে গেল জল।
বেঁচে থেকে লাভ কি বল,
তোকে ছাড়া আর
খুজেছে জবাব অচল
মন কোথাকার.. ও..
কি যে বলবো আর, এ দূরত্ব টার
দেখি নেই রে কোনো শেষ
তবু দেখ না তুই, বসে পাশ‘টা তেই
গেলি আলোকবর্ষ দেশ।
হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম;
চোখে শুকিয়ে গেল জল।
বেঁচে থেকে লাভ কি বল,
তোকে ছাড়া আর
খুজেছে জবাব অচল
মন কোথাকার.. ও..