Behaya Batashey Lyrics Song Is Sung by Anupam Roy from Rawkto RawhoshyoBengali Movie. Starring: Koel Mallick, Shreeansh Sarkar, Debangshi Chatterjee, Chandan Roy Sanyal, Lily Chakraborty, Rwitobroto Mukherjee And Others. Music Composed by And Behaya Batashe Lyrics In Bengali Written by Debdeep Mukherjee.
Behaya Batashey Lyrics
- Song: Behaya Batashey
- Movie: Rawkto Rawhoshyo
- Singer: Anupam Roy
- Music & Lyrics: Debdeep Mukherjee
- Programming: Shubhodip Roy
- Mixing & Mastering: Anindit Roy
- Director: Soukarya Ghosal
- Presenter: Nispal Singh
- Produced By: Surinder Films Pvt. Ltd.
Behaya Batashey Song Lyrics In Bengali :
বেহায়া বাতাসে ভ্রমরের কানাকানি
লুকোচুরি খেলা আমিও তো কিছু জানি।
মুঠোয় কিচ্ছু নেই আমার
প্রশ্ন সে উত্তর হীনার,
জানতে চাই কিনা সে অভিমানি।
হলো হেলাফেলা, সারা সারা বেলা
লুকোচুরি খেলা আমিও তো কিছু জানি।
বেহায়া বাতাসে ..
গায়ে কাঁটা দেয়া খেলনারা গেছে চলে
প্রশ্নে লুকোনো আবদার অনুপলে,
রেণুতে রেণুতে কুসুমের কথা বলে
তুমি তো জানো না আমি জোনাকির দলে।
অবগুন্ঠনের কিনার
মুঠোয় কিচ্ছু নেই আমার,
সে এক আড়ষ্টের মিনার
সন্ধানী ..
হলো হেলাফেলা, সারা সারা বেলা
লুকোচুরি খেলা, লুকোচুরি খেলা
লুকোচুরি খেলা আমিও তো কিছু জানি।