Believe Me Song Is Sung by Imran Mahmudul And Konal from Nabab LLB Bengali Movie Song. Featuring: Shakib Khan And Mahiya Mahi. Music Composed by Dolaan Mainnakk And Believe Me Ami Tor Hote Chai Lyrics In Bengali Written by Anonno Mamun.
- Song : Believe Me
- Movie : Nabab LLB
- Singer : Imran Mahmudul & Konal
- Music & Arrangement : Dolaan Mainnakk
- Lyrics : Anonno Mamun
- Hook Line Lyric : Ramesh Das
- Director : Anonno Mamun
- Cinematography : Bishawjit Datta
- Produced By : Celebrity Production
- Music Label : iTheatre
Believe Me Song Lyrics
ছুঁয়েছি আঙুল, ধরেছি হাত
এই মিষ্টি প্রেমে তুই আমার হয়ে থাক।
Believe Me আমি তোর হতে চাই
Believe Me শুধু তোর হতে চাই
Believe Me তোর হতে চাই..
তুই হাসলে বৃষ্টি নামে
তোর ছোঁয়া বসন্ত আনে,
তুই হলি গল্পের শিরোনাম।
ও.. তোকে নিয়ে কবিতা আমায়
তোর ছন্দে হারাই আবার,
তুই থাকলে স্বপ্ন আসে..
Believe Me আমি তোর হোতে চাই
Believe Me শুধু তোর হোতে চাই
Believe Me তোর হোতে চাই..
আমি বাঁচি শুধু তোর আশায়
তোর সুরে তোর গানে কথায়,
তোর মাঝে ডুবে থাকি।
হা.. কাছে থাকলে ভালোবাসি
দূরে গেলে আরও বেশি,
বুকে জড়িয়ে রাখি ..
Believe Me আমি তোর হোতে চাই
Believe Me শুধু তোর হোতে চাই
Believe Me তোর হোতে চাই..