Bhabini Kokhono Ebhabe Song Is Sung by Imran Mahmudul from Bidrohi Bengali Movie. Starring: Shakib Khan And Bubly. Music Composed by Akassh Sen And Vabini Kokhono Evabe Lyrics In Bengali Written by Priyo Chattopadhyay.
- Song : Bhabini Kokhono Ebhabe
- Movie Name : Bidrohi
- Singer : Imran Mahmudul
- Music : Akassh Sen
- Lyricist: Priyo Chattopadhyay
- Director : Salim Khan
- Production : Shapla Media
- Media Partner : Cinebaz App
Bhabini Kokhono Ebhabe Song
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে,
ছিলি কল্পনাতে, ছিলি স্বপ্ন রাতে
আজ ছুঁয়েছি অনুভবে ..
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।।
তোকে ভেবে মনে নদী বয়ে যায়
আমি ভাসি, আমি ডুবি মোহনায়,
তোকে ভেবে মনে নদী বয়ে যায়
আমি ভাসি, আমি ডুবি মোহনায়।
হৃদয়ের কারবার
শুধু তোর আর আমার,
শুরু হলো যে দারুন ভাবে ..
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।।
তোকে ভেবে জেগে থাকি জোছনায়
চাঁদ হাসে যেন তোরই ইশারায়,
তোকে ভেবে জেগে থাকি জোছনায়
চাঁদ হাসে যেন তোরই ইশারায়।
কাছে যাই যতবার
হয়ে যাই একাকার
আমি বাঁচবো না তোর অভাবে ..
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে,
ও ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।।