Mon Bhalo Nei Lyrics From Saheb Bibi Golaam Bengali Movie 2016. This Song Is Sung By Anupam Roy. Starring By Anjan Dutt, Swastika Mukherjee, Ritwick Chakraborty, Parno Mittra And Others. Bangla song lyrics written by Anupam roy. This movie directed by Pratim D. Gupta.
- Movie – Saheb Bibi Golam
- Singer/Music – Anupam Roy
- Lyrics – Anupam Roy
- Story/Direction – Pratim D. Gupta
- Background Score – Neel Adhikari
- DOP – Gairik Sarkar
- Produced by – Firdausul Hasan & Probal Halder
Mon Bhalo Nei Lyrics In Bengali:
কোথায় ছিলে সেই সকালে
তোমায় খুঁজছে কলের জল
বৃষ্টি নেমেছিল সেই সকালে
তোমার জানলায়, সব অচল (x2)
আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল, তবু সে
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে ..
তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
যেন ঘষা কাঁচে ঘষে গেছে চক
খবর আসে, বারো মাসে
তের ভাবে, ছোঁয়া যায়
বেঁচে ওঠে, সেই সকালে
গাছের পাতা, ভরসা পায়
আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল, তবু সে
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে ..
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক।