Bhalobashar Maane Song is Sung by Tahsan From Tai Tomake Bangla Natok. Tahsan Khan, Suzena, Hera, Pronil, Anondo Khaled, Pial. Music Composed by Sajid Sarker And Valobashar Maane Lyrics In Bengali Written by Rifat.
- Song : Bhalobashar Maane
- Telefilm : Tai Tomake
- Singer : Tahsan
- Music : Sajid Sarker
- Lyric : Rifat
- Written & Directed By : Mizanur Rahman Aryan
- Concept : Fairuz Fariha
- DOP : Raju Raj
- Editor : Ismail Hossain
- Chief AD : Dipto Sikdar
- Produced By : Qinetic Network
Bhalobashar Maane Song Lyrics
ভালবাসা নয় তোমার জন্যে
শুধু আজকের দিনে,
ভালবাসায় তুমি মিশে আছো
মিশে রবে প্রতিক্ষণে,
আমার মাঝে অন্য রঙে
মন বলছে তাই তোমাকে..
তুমি ভালবাসার এক অন্য জগৎ
প্রতিটা বেলাই ভালবাসার দিবস,
হাসিতে কত সুর বাজে মনে
এতটুকুই বুঝি ভালবাসার মানে।
তোমারই মাঝে অদেখা সুখে
ডুবে আছি যেন নিজেকে ভুলে,
আদরে মাখা মায়াবী রাতে
তোমাকে ভাবি তাই,
আমার মাঝে অন্য সুরে
মন বলছে তাই তোমাকে হে..
তুমি ভালবাসার এক অন্য জগৎ
প্রতিটা বেলাই ভালবাসার দিবস,
হাসিতে কত সুর বাজে মনে
এতটুকুই বুঝি ভালবাসার মানে।
স্বপ্ন চূড়ার স্পর্শ মেখে
দিন কেটে যায় তোমারই স্রোতে,
ইচ্ছে করে উদাসী হয়ে তোমাকে সাজাই।
অন্য রঙে অন্য সুরে
মন বলছে তাই তোমাকে হে …
তুমি ভালবাসার এক অন্য জগৎ
প্রতিটা বেলাই ভালবাসার দিবস,
ও চোখে তাকালে বেলা যায় যে থেমে
এতটুকুই বুঝি ভালবাসার।
তুমি ভালবাসার এক অন্য জগৎ
প্রতিটা বেলাই ভালবাসার দিবস,
হাসিতে কত সুর বাজে মনে
এতটুকুই বুঝি ভালবাসার মানে।