Gaaner Jonmo Lyrics by Rupam Islam Bangla Song 2018: ft Pt. Tanmoy Bose Presenting ‘Ganer Jonmo’ Bengali Song Lyrics written by Rupam Islam Starring: Moulika Sajwal And Rupsha Dasgupta. A White Hole Creation Bengali Music Video Directed by amik Roy Choudhury.
- Song: Gaaner Janma
- Lyrics, composition & vocals: Rupam Islam
- Featuring: Pt. Tanmoy Bose
- Arrangement, Guitar, Bass & harmonies: Sugata Roy Palodhi
- Mixing & Mastering: Prasenjit (Pom) Chakrabutty
- Script, Screenplay, Direction, Cinematography & Edit: Samik Roy Choudhury
- Color Correction: Prosenjit Koley
Gaaner Jonmo Lyrics In Bangla :
প্রতিটি কথাতেই গানের জন্ম
অতি অবলীলায় গল্প লেখা হয়,
লেখা হয়, লেখা হয়..
যে তারে বাঁধা পড়ে সুরের ধর্ম..
সে ঝংকারে প্রতি ভাবনা বাঙময় (x2)
প্রতিটি যতিতেই লুকোনো সুখ আছে
বিরতিতে সে খোঁজ পেলে কি পেলে না,
পেলে না, পেলে না..
ধানের শিষে নাচে শিশির বিন্দু
পাড়ার যোগী তাই ভিক্ষে, মেলে না
অভিযানে যাবে ? সে যাবে যাও না
অভিমানের কথাও ভাবলে পারতে..
আগ্রাসী অহং বাহির পানে ধায়
কাঁদার সুখ পেলে ওসব ছাড়তে
প্রতিটি তন্ত্রের যন্ত্র অন্তরে
অযথা অহেতুক ক্ষণিক-উত্তেজনায়,
উত্তেজনায়, উত্তেজনায়..
প্রতিটি স্নান-ঘরে লুকোয় শত কীট
ওরাই স্নেহ ঢালে কোটি আবর্জনায়
প্রতিটি অক্ষরে সোজাসুজি বা বাঁকায়
নীলাভ ডিজিটাল বৃষ্টি পড়ছে,
বৃষ্টি পড়ছে..
ঠাহর করে শোনো, যান্ত্রিকতাটাও
অপ্রকাশিত গান রচনা করছে
সম্ভাবনাময় প্রতিটি নীরবতা
প্রতিটি অপাঙ্গে দৃশ্যমান সুর
প্রতিটি আয়নাই পথের উদগাতা
যে পথে পৌঁছবে দিকশূন্যপুর
অভিযানে যাবে ? সে যাবে যাওনা
তবুও অভিমানে ভিজলে পারতে
আগ্রাসী অহং লুব্ধ বসুধায়
ঘুমের সুখ পেলে ওসব ছাড়তে
ঘুমের সুখ পেলে ওসব ছাড়তে
কাঁদার সুখ পেলে ওসব !!