Ei Srabon Lyrics – Rupam Islam – Baishe Shrabon

193

Music Composed By Anupam Roy. Featuring By Prosenjit Chatterjee, Parambrata, Abir And Raima Sen.

  • Movie : Baishe Shrabon
  • Song : Ei Srabon Dhuye Feluk 
  • Singer : Rupam Islam
  • Music & Lyricist : Anupam Roy
  • Writer & Director : Srijit Mukherji
  • Producer : Shree Venkatesh Films
  • Label : Svf

Ei Srabon Lyrics In Bengali :

আমি কাঁটাতারেই সুখী

এই  কুয়াশাতে উঁকি দিয়ে

রাজি মিথ্যে নিতে

আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো

এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়া গুলো (x2)

এই শ্রাবণ নেভাক আগুন এই ফুটপাতের রাত

এই শ্রাবণ মনে পড়া পুরনো আঘাত

জল জমেছেবুকের ভিতররোদের অভাবে,

সময় এলে পড়বে চুঁয়েনিজের স্বভাবে

আমি কাঁটাতারেই সুখী

এই  কুয়াশাতে উঁকি দিয়ে

রাজি মিথ্যে নিতে

আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ নাম লেখা গাছের পাতার তলে

এই শ্রাবণ মিশলো পুকুর ড্রেনের জলে

এই শ্রাবণ বাক্স বন্দী কিছু ইচ্ছে আছে

এই শ্রাবণ স্যাঁতস্যাঁতে খুব আমার কাছে

অবাধ যত্নে সামলে চলা ফুরিয়ে যাওয়ার ভয়

ভাবলি কেন দুঃখ পাবদুঃখ আমার নয়

আমি কাঁটাতারেই সুখী

এই  কুয়াশাতে উঁকি দিয়ে

রাজি মিথ্যে নিতে

আসলে সত্যি বলে সত্যি কিছু নেই..

Previous articleBhoot Aar Tilottoma 2 Lyrics– Rupam Islam – Fossils 3
Next articleTobu Dur Akasher Chand Hase Lyrics – Rupam Islam