Bhul Korini Lyrics – Jishan Khan Shuvo

12

Bhul Korini Lyrics bengali song is sung by Jishan Khan Shuvo.

Bhul Korini Song Details :

  • Song: Bhul Korini
  • Singer: Jishan Khan Shuvo
  • Lyric: Mehedi Hasan Limon
  • Tune: Yeasin Hosain Neru
  • Music: Yeasin Hosain Neru

Bhul Korini Lyrics In Bengali :

ভালোবেসে তোমায়
আমি কোনো ভুল করিনি
তবুও আমি একা একা
সেই ভুলের মাসুল গুনি
চোখের পাতা শুকিয়ে গেছে
মনটা পাথর হয়ে গেছে
আবেগ জমে না যখন তখন
নেই আমি আর আগের মতোন
বদলে গেছি ভীষন এখন
নেই আমি আর আগের মতোন
বদলে গেছি ভীষন এখন
সুখের কথা ভাবলে একা
ভাসিয়ে অথই সাগরে
তোমার জন্য মায়া লাগে
কি হারালে আ হা রে
সুখের কথা ভাবলে একা
ভাসিয়ে অথই সাগরে
তোমার জন্য মায়া লাগে
কি হারালে আ হা রে
তোর মন খারাপের বিকেলে
স্মৃতীর দুয়ার রেখো খুলে
মুছে ফেলো হৃদয় ক্ষরন
নেই আমি আর আগের মতোন
বদলে গেছি ভীষন এখন
বোঝার মতো বুঝতে যদি
আগলে রাখতে যতনে
সহজে পায় এমন কিছু
রাখে না তো কেউ মনে
তোর মন খারাপের বিকেলে
স্মৃতীর দুয়ার রেখো খুলে
মুছে ফেলো হৃদয় ক্ষরন
নেই আমি আর আগের মতোন
বদলে গেছি ভীষন এখন

Previous articleSeje Tumi Kone Betha Dile Mone Lyrics – Tafsir Sharon
Next articleNeshay Dilo Thai Lyrics – Gogon Sakib