Seje Tumi Kone Betha Dile Mone Lyrics bengali song is sung by – GM Tafsir Sharon Story Direction – Rakibul Hasan DOP – RI Lipson.
Seje Tumi Kone Betha Dile Mone Song Details :
- Song: Seje Tumi Kone
- Singer: Tafsir Sharon
- Lyrics: Tafsir Sharon
Seje Tumi Kone Betha Dile Mone Lyrics In Bengali :
সেজে তুমি কনে ব্যাথা দিলে মনে
যাবে বধুর বেসে আজ নতুন কোনো দেশে
সেজে তুমি কনে ব্যাথা দিলে মনে
যাবে বধুর বেসে আজ নতুন কোনো দেশে
আমার নামে না চোখে ঘুম
ধোয়া সাদা বেট রুম
কেমন করে ভুলিয়ে যাই স্মৃতি ঘেরা সব ঘুম
চাদনি রাতেও আধার কালো
হলে না আমার কেনো
একা একা লাগে আমর কিছুিই লাগে না ভালো
চাদনি রাতেও আধার কালো
হলে না আমার কেনো
একা একা লাগে আমর কিছুিই লাগে না ভালো
একা একা লাগে এমন হয়নি তো আগে
আমার একলা হয়ে যাওয়া তোমায় না পেয়ে
আমি কি করে আজ হাসি তোমার ঘরের ভিতর কাজি
চলে যাবে কোথায় আমার সাথে নিয়ে আরি
ওহ কাদবো আমি একা একা একটু সুযোগ পেলে
বাচবো আমি কেমন করে তোমায় না পেলে
চলে গেছো কোথায় না জানিয়ে এই আমাকে
ঝাপসা চোখে খুজি আমি শুধুই তোমাকে
আমার নামে না চোখে ঘুম
ধোয়া সাদা বেট রুম
কেমন করে ভুলিয়ে যাই স্মৃতি ঘেরা সব ঘুম
চাদনি রাতেও আধার কালো
হলে না আমার কেনো
একা একা লাগে আমর কিছুিই লাগে না ভালো