Bhule Jete Shikhini (ভুলে যেতে শিখিনি) Song Is Sung by Imran Mahmudul. Music Composed by Imran And Tune by Neru. Ami Valobashte Jani Bhule Jete Sikhini Lyrics Written by Mehedi Hasan Limon.
- Song: Bhule Jete Shikhini
- Singer : Imran Mahmudul
- Lyrics : Mehedi Hasan Limon
- Tune : Neru
- Music : Imran
- Director : Saikat Reza
- Dop : Bikash Saha
- Label : Central Music and Video [CMV]
Bhule Jete Shikhini Song Lyrics In Bengali :
কতদিন হলো
তোমার সাথে কোনো দেখা নেই,
অল্পতেই দুই গাল ভিজে যায়
তোমাকে ভাবতেই।
এভাবে এত পর হয়ে যাবে
কখনো ভাবতে পারিনি,
আমি ভালোবাসতে জানি
ভুলে যেতে শিখিনি।
স্মৃতির শহরে, নৌকা ভাসে
একা জলে থৈ থৈ,
রাত যত হয় কষ্ট বাড়ে
আমি কি তোমার কেউ নই?
এভাবে এত পর হয়ে যাবে
কখনো ভাবতে পারিনি,
আমি ভালোবাসতে জানি
ভুলে যেতে শিখিনি।
তোমার পথ চেয়ে, আমার আহাজারি
ডুবে পূবের সন্ধ্যায়,
ভুলের মাসুল, আর কতদিন
একা বয়ে যাওয়া যায়।
এভাবে এত পর হয়ে যাবে
কখনো ভাবতে পারিনি,
আমি ভালোবাসতে জানি,
ভুলে যেতে শিখিনি।
Imran Mahmudul, also known simply as Imran, is a Bangladeshi music composer and Playback singer whose songs has been featured in different albums and movies.