BOLA HOY NA LYRICS-Tahsan-Mayashalik

219
Bola Hoy Na Lyrics from Mayashalik Bengali Movie. The Song Is Sung by Tahsan And Song Lyrics Written by Sadat Hossain. Music Composed by Khayam Sanu Sandhi. Mixing and Mastering by Sandhi And Anik. Starring Ziaul Faruq Apurba, Sadia Ayman And Others. Mayashalik Bangla Movie Directed by Shihab Shaheen. Producer, Binge Armaan Ahmed Siddiqui, Rizwana Rashid Auni, And Hasibul Hasan Tanim.
  • Song : Bola Hoy Na
  • Film : Mayashalik
  • Singers : Tahsan
  • Lyrics : Sadat Hossain
  • Directed by : Shihab Shaheen
  • Label : Binge

Bola Hoy Na Lyrics In Bengali :

কত কথা থাকে, বলা যেত তাকে
বলা হয় না,
কত ভুল ফুল, ফুটতে ব্যাকুল
ফোটা হয় না।
কত মিছে গান, মিছে অভিমান
দুয়ারে দাঁড়ায়,
কত মেঘ জল এ বুকে অতল
অলক্ষ্যে হারায়।
দূরে থাকা পাখি, আরও দূরে রাখি
ব্যেথা সয় না,
কত কথা থাকে, বলা যেত তাকে
বলা হয় না।
কত কথা থাকে, বলা যেত তাকে
বলা হয় না, বলা হয় না।
কান্না পেয়ে গেলে
জল চোখ আড়ালে শুকাই,
বুকে তুমি জমে থাকো
তোমাকে কি করে লুকাই ?
কত রাতভোর, অজানা আদর
জানা হয় না,
কত দিন যায় মেঘ কুয়াশা
জল পায় না।
দূরে থাকা পাখি, আরও দূরে রাখি
ব্যেথা সয় না,
কত কথা থাকে, বলা যেত তাকে
বলা হয় না।
কত কথা থাকে, বলা যেত তাকে
বলা হয় না, বলা হয় না।
Previous articleTar Hawate Lyrics-Imran-Kona- Operation Sundarban
Next articleTor E Bristi Lyrics-Tarishi Mukherjee-Akash Bhattacharya​