Today, we have brought to you a beautiful Romantic Bengali video song – তুই বলে দে | Tui Bole De, in the mesmerizing voice of Raj Barman.
- Song: Tui Bole De – Romantic Love song
- Singer – Raj Barman
- Music Composed & Production – Dabbu
- Lyrics – Ritam Sen
- Music Programming – Shamik Chakravarty
- Guitars – Dabbu
- Mix & Master – Subhodeep Mittra at Bbay Studios
- Production House – Dabbu Music Production
- Project By – Prasenjit Ghosal
- Project Co-Ordination (T-Series) – Nitesh Shrigadi
- Featuring: Sanu Somnath & Parnashree Halder
- Filmed By: Aditya Paul
- Edit & Colour: Aditya Paul
- Drone: Koushik Pyne
- Makeup & Hair: Sudip Saha Roy
- Music On: T-Series
Bole De Lyrics in Bengali
তুই ছাড়া, বেসাহারা, এ মন ফেরারি
ঘনালে রাত, জানিনা হাত
কেমন করে ছাড়ি।
তুই ছাড়া, দিশাহারা, এ মন আনাড়ি,
তোরই নেশায়, মাতোয়ারা
খুঁজে হদিশ তোর ই।
বলে দে
আদরে ঈশারায়
আয় না কাছে আয়
মনেরই কিনারায়।
বলে দে যেটুকু বলা যায়
ঠোঁটেরই ছোঁয়ায়
রোদেলা ডানায়।
চোখেরই বাঁধনে তুই
বাঁধলি আমায় বারোমাস।
অজানা কারণে তুই
বদলে দিলি চারিপাশ।
জানিনা কীকরে তুই
বাহানা এমন সাজাস
কেন যে চাইছি শুধু
কখনো চলে না যাস।
বলে দে
আদরে ঈশারায়
আয় না কাছে আয়
মনেরই কিনারায়।
বলে দে
যেটুকু বলা যায়
ঠোঁটেরই ছোঁয়ায়
রোদেলা ডানায়।
তুই ছাড়া, বেসাহারা, এ মন ফেরারি
ঘনালে রাত, জানিনা হাত
কেমন করে ছাড়ি।
তুই ছাড়া, দিশাহারা, এ মন আনাড়ি,
তোরই নেশায়, মাতোয়ারা
খুঁজে হদিশ তোর ই।
বলে দে
আদরে ঈশারায়
আয় না কাছে আয়
মনেরই কিনারায়।
বলে দে
যেটুকু বলা যায়
ঠোঁটেরই ছোঁয়ায়
রোদেলা ডানায়।