Chader Khopa Lyrics – Mahtim Shakib – Antora

122
Chader Khopa Lyrics

Chader Khopa Lyrics Bengali Song Is Sung by Mahtim Shakib And Antora Rahman from Pothe Holo Deri Bangla Natok. Starring Ziaul Faruq Apurba, Tanjim Saiara Totini and Others. Music Composed by Sajid Sarker And Song Lyrics In Bengali Written by Shomeshwar Oli.

  • Song : Chader Khopa
  • Drama : Pothe Holo Deri
  • Singer : Mahtim Shakib & Antora Rahman
  • Lyrics : Shomeshwar Oli
  • Tune & Composer : Sajid Sarker
  • Writer & Director : Jakaria Showkhin
  • Cinematography : Nazmul Hasan
  • Producer : SK Shahed Ali Pappu
  • Label : Central Music and Video -CMV

Chader Khopa Song Lyrics In Bengali :

একি আলো তুমি ছড়িয়ে দিলে
স্পর্শ ছাড়াই যেন জড়িয়ে নিলে,
একি সন্মোহন তোমার দুচোখে
নিমিষে হারিয়ে যাই স্বপ্নলোকে।

তোমারই অধরে দারুন বসন্তকাল
তোমার নজরে মায়ার ইন্দ্রজাল ..
ও ও এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়,
এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়,
আমি কি পাবো তোমায় এই ভুবনে
কেউ যদি পায়।

শত ইচ্ছের ডাকাডাকি
প্লিজ, আর একটু থাকি,
কিছু সুখের ছবি আঁকি
এখনো কিছুটা পথের বাকি।

তোমারই অধরে দারুন বসন্ত কাল
তোমার নজরে মায়ার ইন্দ্রজাল ..
ও ও এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়,
এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়,
আমি কি পাবো তোমায় এই ভুবনে
কেউ যদি পায়।

কত গল্পে কোনকানি
হোক তবে জানাজানি,
পেতে দিয়ে হৃদয়দানি
গহীনে গভীরে তোমায় টানি।

তোমারই অধরে দারুন বসন্ত কাল
তোমার নজরে মায়ার ইন্দ্রজাল ..
ও ও এখন আমার কি যে উপায়
ফুল গুজেছি চাঁদের খোঁপায়,
এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়,
আমি কি পাবো তোমায় এই ভুবনে
কেউ যদি পায়।

Previous articleShunnota Lyrics – Shamiul Shezan -New Bangla Song 2024
Next articleBOLE DE Lyrics – Raj Barman – Bhoy Peona