Raji Achi Lyrics Song Is Sung by Raj Barman from Korapaak Bengali Movie. Featuring: Payel Sarkar And Saurav Das. Music Composed by Santajit Chatterjee And Raaji Achi Kachakachi Lyrics In Bengali Written by Pralay Sarkar. Music programming By Debabrata Majumdar And Mixing and Mastering by Subhadeep Mitra
Raji Achi Lyrics by Raj Barman :
- Song : Raji Achi
- Movie Name : Korapaak
- Singer : Raj Barman
- Music : Santajit Chatterjee
- Lyricist : Pralay Sarkar
- Director : Souradip Banerjee
- D.O.P : Amlan Saha
- Production : Picmo Entertainment
- Producer : Amir Khan
- Label : Times Music Bangla
Raaji Achi Song Lyrics In Bengali :
চুপি চুপি তোর সাথে
মন ভেজাবো দিনরাতে,
লিখব বলে গল্পটা অল্প আলোতে।
চোখে চোখে ইশারা
দিচ্ছে তোকে পাহারা,
বন্দি করে রেখে দেবোনা হারাতে।
একলা যখন আবেগী মন
বেখেয়ালে তোকেই চায়..
রাজি আছি কাছাকাছি
থাকবি যদি আয় চলে,
মিঠে রোদে স্বপ্ন মেখে
নীল পাহাড়ের আঁচলে,
আয় চলে ..
আলোর পিয়ন হয়ে
মেঘের মিনার ছুঁয়ে,
নেমে এলি এই হৃদয়ে।
বন্ধক রেখেছি মন
তোর হাতে আজীবন,
পালাবো বল কী উপায়ে।
একলা যখন আবেগী মন
বেখেয়ালে তোকেই চায়..
রাজী আছি কাছাকাছি
থাকবি যদি আয় চলে,
ও.. মিঠে রোদে স্বপ্ন মেখে
নীল পাহাড়ের আঁচলে,
আয় চলে …