Kolija ar Jaan Song Is Sung by Kona from Surongo Bengali Movie. Music Composed by And Arranged by Arafat Mohsin. Surongo Bengali Movie Directed by Raihan Rafi. Kolija ar Jaan Lyrics In Bengali Written by Rasel Mahmud And Arafat Mohsin. This Item Song Featuring Nusraat Faria And Afran Nisho.
- Song : Kolija ar Jaan
- Singer : Dilshad Nahar Kona
- Lyrics : Rasel Mahmud & Arafat Mohsin
- Music Arrangement & Composer : Arafat Mohsin
- Director : Raihan Rafi
- Producer : Shahriar Shakil & Redoan Rony
- Production : Alpha-i Studios & Chorki
Kolija ar Jaan Song Lyrics In Bengali :
সামনে-পিছে ডাইনে-বামে
কী চায় এই মন কেউ কি জানে?
আরে সামনে-পিছে ডাইনে-বামে
কী চায় এই মন কেউ কি জানে?
কোথায় শান্তি, সুখ যে কিসে?
শুইনা যা আজ নাচে গানে।
না না না সব দিবি বইলা পারবি না পটাইতে
হাসি পায়, পায় হাসি তোদের মিঠা কথাতে,
ছলনা, সবই যে ছলনা বাহানা
করি না আজাইরা প্রেম আর করি না,
ও টাকা তুই আমার কলিজা আর জান
ও টাকা তুই আমার কলিজা আর জান।
ভালোবাসা নাই এই আজব দুনিয়ায়
টাকা থাকলে নাই টেনশান,
ছেঁড়া পকেটে স্বপ্ন দেখাইস না আর
লাগবে গাড়ি বাড়ি ম্যানসান।
হা, ভালোবাসা নাই এই আজব দুনিয়ায়
টাকা থাকলে নাই টেনশান,
ছেঁড়া পকেটে স্বপ্ন দেখাইস না আর
লাগবে গাড়ি বাড়ি ম্যানসান।
না না না সব দিবি বইলা পারবি না পটাইতে
হাসি পায়, পায় হাসি তোদের মিঠা কথাতে,
ছলনা, সবই যে ছলনা বাহানা
করি না আজাইরা প্রেম আর করি না..
ও টাকা তুই আমার কলিজা আর জান
ও টাকা তুই আমার কলিজা আর জান।
ও টাকা তুই আমার কলিজা আর জান,
ও টাকা তুই আমার আসমানেরই চান,
ও টাকা তোর জন্য করে মন আনচান,
ও টাকা.. ও টাকা তুই আমার কলিজা আর জান।