Bone Jodi Phutlo Kusum Lyrics – Anupam Roy

190

Bone Jodi Phutlo Kusum Lyrics Rabindrasangeet :

Bone Jodi Phutlo Kusum Rabindrasangeet Sung by Anupam Roy. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Song Arranged and programmed by Shamik Chakravarty.
  • Song : Bone Jodi Futlo Kusum
  • Lyrics and Music: Rabindranath Thakur
  • Vocals: Anupam Roy
  • Mixed & mastered by: Shomi Chatterjee
  • Video and artwork: Sujoy Chowdhury
  • Parjaay: Prem – 255
  • Upa-parjaay: Prem-Boichitra
  • Taal: Kaharwa

Bone Jodi Phutlo Kusum Song Lyrics In Bengali :

বনে যদি ফুটল কুসুম
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
কোন্‌ সুদূরের আকাশ হতে আনব
আনবো তারে ডাকি,
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো,
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো,
এমন মধুর গানের বেলায় সেই
সেই শুধু রয় বাকি।
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
উদাস করা হৃদয় হরা
না জানি কোন্‌ ডাকে,
সাগর পারের বনের ধারে
কে ভুলালো তাকে।
আমার হেথায় ফাগুন বৃথায়
বারে বারে ডাকে যে তায় গো,
আমার হেথায় ফাগুন বৃথায়
বারে বারে ডাকে যে তায় গো,
এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন,
কেন সে দেয় ফাঁকি?
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
বনে যদি ফুটল কুসুম
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
Previous articleKannar Purnota Lyrics
Next articleAponbhola Lyrics – Rishi Panda