Borisho Dhora Majhe Rabindra Sangeet Sung by Timir Biswas. Borisho Dhora Majhe Shantir Baari Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Barisho Dhara Majhe Same Song is Sung by Suchitra Mitra, Jayati Chakraborty And Many Various Artists In Their Own Way.
- Song : Borisho Dhora Majhe
- Lyricist : Rabindranath Tagore
- Parjaay : Puja 126
- Upa parjaay : Prarthana
- Taal : Tritaal
- Raag : Bhairavi
- Vocal & Piano : Timir Biswas
- D.O.P. : Sunny Karmakar
Borisho Dhora Majhe Song Lyrics In Bengali :
বরিষ ধরা মাঝে শান্তির বারি
বরিষ ধরা মাঝে শান্তির বারি,
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে,
ঊর্ধ্ব মুখে নরনারী,
বরিষ ধরা মাঝে শান্তির বারি,
বরিষ ধরা মাঝে শান্তির বারি।
না থাকে অন্ধকার,
না থাকে মোহপাপ,
না থাকে শোক’পরিতাপ।
হৃদয় বিমল হোক,
প্রাণ সবল হোক,
বিঘ্ন দাও অপসারি।
বরিষ ধরা মাঝে শান্তির বারি,
বরিষ ধরা মাঝে শান্তির বারি।
কেন এ হিংসাদ্বেষ,
কেন এ ছদ্মবেশ,
কেন এ মান-অভিমান।
বিতর বিতর প্রেম পাষাণহৃদয়ে,
বিতর বিতর প্রেম পাষাণহৃদয়ে,
জয় জয় হোক তোমারি।
বরিষ ধরা মাঝে শান্তির বারি
বরিষ ধরা মাঝে শান্তির বারি,
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে,
ঊর্ধ্ব মুখে নরনারী,
বরিষ ধরা মাঝে শান্তির বারি,
বরিষ ধরা মাঝে শান্তির বারি।