Jibon Jokhon Shukaye Jay Rabindra Sangeet Sung by Susmita Patra. Jiban Jakhan Shukaye Jay Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Same Song Is Sung by Hemanta Mukherjee, Suchitra Mitra, Indrani Sen, Srikanto Acharya, Swagatalakshmi Dasgupta And Many Various Artists In Their Own Way.
- Song : Jibon Jokhon Shukaye Jay
- Lyrics : Rabindranath Tagore
- Singer : Susmita Patra
- Music Designed By : Sandipan Ganguly
- Sound Engineer : Goutam Basu
- Label : SVF Devotional
Jibon Jokhon Shukaye Jay Song Lyrics In Bengali :
করুণাধারায় এসো,
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো,
সকল মাধুরী লুকায়ে যায়
গীতসুধারসে এসো।
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো।।
কর্ম যখন প্রবল-আকার
গরজি উঠিয়া ঢাকে চারিধার,
কর্ম যখন প্রবল-আকার
গরজি উঠিয়া ঢাকে চারিধার,
হৃদয়প্রান্তে হে জীবননাথ,
শান্ত চরণে এসো।
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো।।
আপনারে যবে করিয়া কৃপণ
কোণে পড়ে থাকে দীনহীন মন,
দুয়ার খুলিয়া হে উদার নাথ
রাজ-সমারোহে এসো।
বাসনা যখন বিপুল ধুলায়
অন্ধ করিয়া অবোধে ভুলায়,
বাসনা যখন বিপুল ধুলায়
অন্ধ করিয়া অবোধে ভুলায়,
ওহে পবিত্র, ওহে অনিদ্র
রুদ্র আলোকে এসো।
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো,
সকল মাধুরী লুকায়ে যায়
গীতসুধারসে এসো।
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো।।