Boro asha kore lyrics ( বড় আশা করে লিরিক্স ) in Bangla Written and Compose by Rabindranath Tagore. Boro asha kore eshechi go lyrics song covered by many renowned artists. This rabindra sangeet lyrics is very popular in the arena of music lover people
বড় আশা করে এসেছি গো,
কাছে ডেকে লও।x(x2)
ফিরায়ো না জননী
বড় আশা করে এসেছি গো,
কাছে ডেকে লও।
দীনহীনে কেহ চাহে না,
তুমি তারে রাখিবে জানি গো। (x2)
আর আমি যে কিছু চাহি নে
চরণতলে বসে থাকিব।
আর আমি যে কিছু চাহি নে
জননী বলে শুধু ডাকিব
তুমি না রাখিলে,
গৃহ আর পাইব কোথা?
কেঁদে কেঁদে কোথা বেড়াব?
ওই যে হেরি তমসঘনঘোরা গহন রজনী. . .
বড় আশা করে এসেছি গো,
কাছে ডেকে লও।
ফিরায়ো না জননী
বড় আশা করে এসেছি গো,
কাছে ডেকে লও।