Keno asha bedhe rakhil-yrics

243

keno asha bed he rakhi lyrics  Written by Pradip Mukherjee. keno asha bed he rakhi song lyrics are sung by Mitali Mukherjee. This song music was also composed by mitali Mukherjee.

Song : Keno asha bedhe rakhi
Singer: Mitali Mukherjee
Lyricist : Pradip Mukherjee

Keno asha bedhe rakhi lyrics in Bangla :

কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জ্বেলে রাখি
কেন আশা বেঁধে রাখি।
জানি আসবে না,
ফিরে আর তুমি।

তবু পথ পানে চেয়ে থাকি।
কেন আশা বেঁধে রাখি।
জানবে না তুমি,
বুঝবে না তুমি,
এই ব্যথা আমার,
এ জ্বালা আমার।
জানবে না তুমি,
বুঝবে না তুমি।
ছিলে কাছে যখন,
ছিল সবই আপন।

সেই ভেবে জলে
ভরে আঁখি।
কেন আশা বেঁধে রাখি।

কত আশা ছিল,
কত ছিল যে গান
কত হাসি ছিল,
কত অভিমান।
সূর্য জ্বলা এই
সকাল আমার
আঁধারে সবই গেল ঢাকি
কেন আশা বেঁধে রাখি।

এই মনের কথা,
হয়নি তো বলা
হয়নি তো যোগ,
সেই পথে চলা।
এই মনের কথা,
হয়নি তো বলা
স্বপ্ন যে ছিল,
সবই তোমার দেয়া।

তবে কেন দিলে
তুমি ফাঁকি
কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জ্বেলে রাখি
কেন আশা বেঁধে রাখি।

জানি আসবে না,
ফিরে আর তুমি
তবু পথ পানে চেয়ে থাকি।
কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জ্বেলে রাখি
কেন আশা বেঁধে রাখি।

Previous articleBoro asha kore lyrics
Next articleHridoy Amar Song Lyrics by Ahmed Hasan Sunny