Brishti Theme Gele Song Is Sung by Anupam Roy. Starring: Ananya Sengupta And Lalit Choudhary. Music Composed by And Bristi Theme Gele Lyrics Written by Anupam Roy.
- Song : Brishti Theme Gele
- Vocal, Music & Lyrics : Anupam Roy
- Arranged and Programmed by : Kuntal De
- Recorded by : Shubhranil Basu & Debojit Sengupta
- Mixed and Mastered by : Shomi Chatterjee
- Creative Producer : Storiboat
- Label : SVF Music
Brishti Theme Gele Song Lyrics In Bengali :
কালো মেঘে ঢেকেছে আকাশ,
এলো শ্রাবণের মাস,
এলোমেলো হাওয়া বয়ে যায়।
সন্ধ্যে নামে সারা শরীরে,
যেন স্মৃতিরা আসে ঘিরে,
কারো কথা মনে পড়ে যায়।
আয় বৃষ্টি ঝেঁপে, এই নতুন স্টেপে
রাস্তায় দাঁড়িয়ে, ছাতা হারিয়ে
সবকিছু ধুয়ে, আলগোছে ছুঁয়ে,
যাও তুমি আবার, আমায় ভাসিয়ে।
তুমি এসেছো যখন কিছুক্ষণ থেকে যাও
আমি জমিয়ে রেখেছি যত রং দেখে যাও,
এই কবিতা পাগল মনে মন রেখে যাও
যদি চলে যেতে চাও চলে যেও,
বৃষ্টি থেমে গেলে হো.. বৃষ্টি থেমে গেলে
হে.. বৃষ্টি থেমে গেলে।
মাটি, ভেজা ভেজা সুরে তাই,
দুঃখি মানুষের পাড়ায়,
ভালোবাসা বয়ে নিয়ে যায়।
সবুজ আরও ঘন হতে চায়,
কারো চোখের পাতায়,
আনমনা করে চলে যায়।
আয় বৃষ্টি ঝেঁপে, এই নতুন স্টেপে
রাস্তায় দাঁড়িয়ে, ছাতা হারিয়ে
সবকিছু ধুয়ে, আলগোছে ছুঁয়ে,
যাও তুমি আবার, আমায় ভাসিয়ে।
তুমি এসেছো যখন কিছুক্ষণ থেকে যাও
আমি জমিয়ে রেখেছি যত রঙ দেখে যাও,
এই কবিতা পাগল মনে মন রেখে যাও
যদি চলে যেতে চাও চলে যেও,
বৃষ্টি থেমে গেলে হে..