Chhonnochhara Mon Song Is Sung by Somlata Acharyya Chowdhury, Jimut Roy And Soham Chakrabarty from Tansener Tanpura Part 2 Hoichoi Web Series Song. Starring: Vikram Chatterje, Rupsa Chatterjee, Jayati Bhatia, Sujan Mukherjee, Bhaskar Banerjee, Debshankar Haldar, Subhasish Mukherjee And Others. Music Composed by Joy Sarkar And Chhonnochara Mon Lyrics In Bengali Written by Srijato.
Chhonnochhara Mon Lyrics info:
- Song : Chhonnochhara Mon
- Singers : Somlata Acharyya Chowdhury,
- Jimut Roy & Soham Chakrabarty
- Music Director : Joy Sarkar
- Lyricist : Srijato
- Programming : Sabuj-Ashish
- Mixing and Mastering : Goutam Basu
- Director : Soumik Chattopadhyay
- Story and Screenplay : Sougata Basu
- Label : SVF Music
Chhonnochhara Mon Song Lyrics In Bengali :
ভালোবেসে যদি ধরে থাকো মুঠো
ছাড়তে পারবে না,
ভালোবাসা যদি দিয়ে থাকো তাকে
কাড়তে পারবে না,
এ শহরে যত ফুল ফুটেছে
সব একদিন ঝরে যাবে,
প্রেমিকেরা তবু বান্দা নাছোড়
সে কাব্যই করে যাবে ..
ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন,
তুই একলা থাক, এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ।
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল,
ইয়া মিটা দে, ইয়া বানা দে
জিনে কে কাবিল।
উমরা বাবি, হাম হে রাহি
বান যা তু মানজিল,
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল?
কাছে এসে কেন দূরে চলে যাবে
ফিরতে পারবে না,
মেঘে মেঘে তার ছোট পাড়াও যেন
ঘিরতে পারবে না।
বন্দরে যত ভিড়বে জাহাজ
সব একদিন ছেড়ে যাবে,
প্রেমিকেরা তবু শ্রান্ত নাবিক
সে ঝঞ্ঝায় পেরে যাবে ..
ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন,
তুই একলা থাক, এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ।
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল,
ইয়া মিটা দে, ইয়া বানা দে
জিনে কে কাবিল।
উমরা বাবি, হাম হে রাহি
বান যা তু মানজিল,
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল?
মলা .. মলা ….